দলের নেতৃত্বে থাকছেন আফগানিস্তানের ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান। তিনজন রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ওয়াফিউল্লাহ তরখিল, নানগিয়াল খারোতি ও আবদুল্লাহ আহমাদজাইকে। এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ায় আফগান দলে অলরাউন্ডারদের ছড়াছড়ি। স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ ও রশিদ খান। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবদিন নাইব।
আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের স্পিন বিভাগ। মুজিব উর রেহমান, নুর আহমেদ ও রহস্যময় স্পিনার আল্লাহ গজনফরের উপস্থিতি এই বিভাগকে আরও শক্তিশালী করেছে। পেস আক্রমণে নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ মালিক দায়িত্ব পালন করবেন। উইকেটকিপিংয়ে প্রত্যাশিতভাবেই রহমানউল্লাহ গুরবাজের হাতে থাকবে গ্লাভস, ব্যাকআপ হিসেবে রয়েছেন মোহাম্মদ ইশাক।
গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর আফগানিস্তান আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এ বছর তারা কোনো টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নেয়নি। সর্বশেষ তারা টি-টোয়েন্টি খেলেছিল ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে। সেই দল থেকে এশিয়া কাপের স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন হজরতউল্লাহ জাজাই ও জুবাইদ আকবরি। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন ইব্রাহিম জাদরান ও শরফউদ্দিন আশরাফ।
আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আফগান ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে সক্রিয় ছিলেন। আইপিএল, পিএসএল, বিপিএল, আইএলটি২০, এসএ২০ এবং ঘরোয়া শপাগিজা ক্রিকেট লিগে তাঁরা নিয়মিত খেলেছেন। এশিয়া কাপের আগে আফগানিস্তান শারজায় পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজের জন্য বেশিরভাগ খেলোয়াড় ইতোমধ্যে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন বলে জানিয়েছে এসিবি।
এশিয়া কাপ ২০২৫ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে আফগানিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ (১৬ সেপ্টেম্বর) ও শ্রীলঙ্কা (১৮ সেপ্টেম্বর)।