ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৪১ বছর বয়সী ওবেইদ মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই হত্যাকাণ্ড গাজায় চলমান ইসরায়েলি বর্বর হামলার অংশ, যা টানা ২২ মাস ধরে সাধারণ মানুষের ওপর চালানো হচ্ছে।
সুলেমান ওবেইদ ছিলেন ফিলিস্তিনের অন্যতম জনপ্রিয় ফুটবলার। পাঁচ সন্তানের জনক ওবেইদ তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন গাজার শাবাব আল-শাতি (বিচ সার্ভিসেস ক্লাব) থেকে। পরে তিনি পশ্চিম তীরের আল-আমারি ক্লাবে খেলেন। ২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিন জাতীয় দলের হয়ে তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। এছাড়া ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব ও ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি অংশ নিয়েছিলেন।
তবে সুলেমান ওবেইদই ক্রীড়াঙ্গনের একমাত্র হতাহত নন। গত মাসেই ইসরায়েলি বাহিনী ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও যুব সংগঠনের প্রতিনিধিকে হত্যা করেছে। গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৬০ জনেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও যুব সংগঠনের সদস্য প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৬১ হাজার ছাড়িয়েছে।