ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। প্রায় আড়াই দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি খেলেছেন অসংখ্য অবিশ্বাস্য ইনিংস। দীর্ঘ ক্যারিয়ারে শত শত দুর্দান্ত ইনিংসের মধ্যে থেকে সেরাটি বেছে নেওয়া সহজ কাজ নয়। তবুও শচীন নিজেই এই কঠিন কাজটি করে সবাইকে অবাক করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তার কাছে সবচেয়ে প্রিয় ইনিংস কোনটি, এবং তার উত্তর ক্রীড়া ভক্তদের চমকে দিয়েছে।
শচীনের স্মরণীয় ইনিংস বলতে অনেকের মনে আসে ১৯৯৮ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেঞ্চুরি, ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৯৮ রানের ঝড়ো ইনিংস, কিংবা অস্ট্রেলিয়া সফরে টেস্টে ডাবল সেঞ্চুরি। কিন্তু সম্প্রতি রেডিটের একটি ‘এ এম এ’ (Ask Me Anything) সেশনে শচীনকে তার প্রিয় ইনিংস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই ইনিংসগুলোর কোনোটিই বেছে নেননি। সবাইকে অবাক করে তিনি তার সেরা ইনিংস হিসেবে উল্লেখ করেছেন ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ১০৩ রানের ইনিংসটির কথা।
২০০৮ সালের সেই চেন্নাই টেস্টে ইংল্যান্ড ভারতকে চতুর্থ ইনিংসে ৩৮৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল। শচীন ১৯৬ বলে অপরাজিত ১০৩ রান করে ভারতের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। ভারত ৪ উইকেট হাতে রেখে এই রান তাড়া করে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা রান চেজ হিসেবে বিবেচিত। এই ইনিংসটিই শচীনের কাছে সবচেয়ে প্রিয়, যা তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে রয়ে গেছে।