বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নেপালের বিপক্ষে আসন্ন দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই দল প্রকাশ করা হয়। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
এবারের দল ঘোষণায় বাফুফে ঐতিহ্যবাহী সংবাদ সম্মেলনের পরিবর্তে নতুন পথ বেছে নিয়েছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দলে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি লক্ষণীয়। কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম আগেই জানিয়েছিলেন তিনি এই ম্যাচে অংশ নেবেন না। এছাড়া ইংলিশ ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীও দলে নেই। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ দলে রাখা হয়েছে। এছাড়া গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, শেখ মোরসালিন, আল আমিন এবং জাহিদ হাসানরাও অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে থাকায় এই স্কোয়াডে জায়গা পাননি।
নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর, যিনি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। এছাড়া সুজন হোসেন, পাপন সিং, ইসা ফয়সাল এবং মোহাম্মদ ইব্রাহিম দলে ফিরেছেন।
বাংলাদেশের স্কোয়াড:
গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, তপু বর্মণ, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম
ফরোয়ার্ড: আরিফ হোসেন, সুমন রেজা, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম
দলটি আজ দুপুর দেড়টায় কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দলের প্রতি সমর্থকদের সমর্থন ও শুভকামনা কামনা করেছেন বাফুফে কর্মকর্তারা।