নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান যাঁর, তিনি লিটন দাস। ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করে হয়েছেন সিরিজ সেরা, সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ডও।
সিরিজে লিটনের মোট রান ১৪৫। প্রথম ও শেষ ম্যাচে ফিফটি হাঁকিয়ে তিনি নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ফিফটির সংখ্যা নিয়ে গেছেন ১৪তে। এই সংখ্যাই এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, যার ফিফটি সংখ্যা ছিল ১৩টি। এখন সেই জায়গা দখল করে নিয়েছেন লিটন।
শেষ ম্যাচে চারটি ছক্কা হাঁকিয়ে লিটন ছুঁয়েছেন আরও একটি রেকর্ড। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তিনিও। তার ছক্কার সংখ্যা এখন ৩১টি, সমান সংখ্যক ছক্কা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদেরও।
অধিনায়ক হিসেবেও নজর কাড়ছেন লিটন। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন তিনি বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে। দেশের ইতিহাসে আগে এমন কীর্তি আর কোনো অধিনায়কের নেই।
এশিয়া কাপের আগে এমন ফর্মে থাকা লিটনের ব্যাটিং নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তির খবর। আগের সিরিজে যেখানে তার ব্যাট হাসছিল না, সেখানে এই সিরিজে যেন নিজের সেরা চেহারায় ফিরেছেন তিনি। এখন শুধু এই ছন্দ ধরে রাখাই মূল চ্যালেঞ্জ।