২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়ে বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন রজার বিনি। ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে বিসিসিআইয়ের নীতিমালা অনুযায়ী, ৭০ বছর পূর্ণ হওয়ায় তাকে পুনরায় নির্বাচন করা সম্ভব নয়।
বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমান আইসিসি চেয়ারম্যান ও বিসিসিআই সচিব জয় শাহ এই পদে শচীন টেন্ডুলকারকে আনতে আগ্রহী। এমনকি শচীনকে বোঝানোর দায়িত্ব নিজেই নিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সময়েই মিলতে পারে চূড়ান্ত ঘোষণা।
বোর্ডের একাংশের মতে, এই পদে এমন একজন প্রভাবশালী ও সম্মানিত ক্রিকেটার দরকার, যিনি ভারতীয় ক্রিকেটের ‘ব্র্যান্ড আইকন’। সৌরভ গাঙ্গুলি ছিলেন সফল অধিনায়ক, রজার বিনি ছিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য—এবার বোর্ড চাইছে সর্বকালের সেরা একজন কিংবদন্তিকে প্রেসিডেন্টের চেয়ার দিতে।
তবে এখনো শচীন টেন্ডুলকার এ বিষয়ে চূড়ান্ত মত দেননি। কারণ, বর্তমানে তিনি একাধিক বিজ্ঞাপনচুক্তির সঙ্গে যুক্ত, যা বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে ছাড়তে হবে। যদিও জয় শাহর সঙ্গে শচীনের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ, তাই বোর্ডের অভ্যন্তরে অনেকেই আশাবাদী, শেষ পর্যন্ত ‘লিটল মাস্টার’ রাজি হবেন।
এখন দেখার বিষয়, শচীন শেষ পর্যন্ত সম্মতি দেন কি না। আর তা জানার জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত।