তৃতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ মাঠে গড়াতে চলেছে কিছুদিন পরই। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল দুই ভাগে বিভক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে। দলের প্রথম বহর রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ত্যাগ করেছে।
এই বহরে রয়েছেন অধিনায়ক লিটন দাস। তার সঙ্গে আছেন জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। এছাড়া এই দলে আছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
দ্বিতীয় বহর সন্ধ্যা সাড়ে ৭টায় আমিরাতের উদ্দেশে রওনা দেবে। এই বহরে থাকবেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের সঙ্গে যাবেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, স্পিন কোচ মুশতাক আহমেদ, পেস কোচ শন টেইট, ম্যানেজার নাফিস ইকবাল, ট্রেনার বায়েজিদুল ইসলাম খান এবং চিকিৎসক দেবশীষ চৌধুরী।
তবে প্রধান কোচ ফিল সিমন্স এই দুই বহরের কোনোটিতেই যাচ্ছেন না। তিনি রাত ১২টা ৩০ মিনিটের একটি ফ্লাইটে আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।
দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাকের আলি বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আমরা দেশ ছাড়ছি। আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ধাপে ধাপে ভালো খেলে আমরা একটি ভালো টুর্নামেন্ট খেলতে চাই।”