ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া এশিয়া কাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গতবার সেমিফাইনালে খেলা বাংলাদেশ এবার গ্রুপ পর্ব পেরোতেই ব্যর্থ হবে। এই মন্তব্য জাকের আলীর কানেও পৌঁছেছে, এবং দেশ ছাড়ার আগে তিনি এ বিষয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন।
আকাশ চোপড়া সম্প্রতি বলেছেন, “আমার মনে হয় বাংলাদেশ গ্রুপ পর্বে আটকে যাবে। তাদের টপকে আফগানিস্তান ও শ্রীলঙ্কা সুপার ফোরে চলে যাবে।” তিনি এর কারণও ব্যাখ্যা করেছেন। তার মতে, বাংলাদেশ দল অতিমাত্রায় অধিনায়ক লিটন দাসের ওপর নির্ভরশীল।
আকাশের এই মন্তব্য পুরোপুরি অমূলক নয়। গত কয়েকটি সিরিজে দেখা গেছে, বাংলাদেশ দল ব্যাটিংয়ে বড় রান তুলতে পেরেছে তখনই, যখন লিটন দাস শীর্ষে ভালো পারফর্ম করেছেন। আকাশের দৃষ্টিতে এটিই বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা। এছাড়া, ট্রফি জয়ের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস তেমন সমৃদ্ধ নয়, যা আকাশের হিসাবে বাংলাদেশকে পেছনের সারিতে রাখছে।
এই মন্তব্যের জবাবে জাকের আলী সরাসরি কিছু বলতে চাননি। আকাশের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব।”
তিনি আরও যোগ করেন, “ড্রেসিং রুমের পরিবেশ সবসময়ই ভালো ছিল। সার্বিকভাবে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ—সব মিলিয়ে আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।”