ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স নাটকীয় শেষ বলের রোমাঞ্চে জয় পেয়েছে। তবে দলের জয়ের দিনে একেবারেই ছন্দে ছিলেন না সাকিব আল হাসান। একসময় বিশ্বের সেরা অলরাউন্ডার খ্যাত এই তারকা ব্যাট–বল দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন।
প্রথমে বোলিংয়ে আসেন সাকিব। নবম ওভারে বল হাতে নিয়েই দ্বিতীয় বলে চার খান। এরপর ব্র্যান্ডন কিং আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। সেই ওভারেই সাকিব হজম করেন ১২ রান। বাকি ওভারগুলোতেও কোনো নিয়ন্ত্রণ আনতে পারেননি। তিন ওভার বোলিং করে দেন ৩৩ রান, তবে পাননি কোনো উইকেট। পরিস্থিতি বিবেচনায় তার পুরো চার ওভারও করাননি অধিনায়ক ইমাদ ওয়াসিম।
ব্যাট হাতে পরিস্থিতি ছিল আরও হতাশাজনক। চাপের সময়ে মাঠে নেমেও দায়িত্ব নিতে পারেননি তিনি। ১২ বলে ১৫ রান করে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে মাত্র একটি ছক্কা ও একটি চার। বড় শট খেলতে গিয়ে ইথান বশের বলে ডিপে ক্যাচ তুলে দেন শেরফান রাদারফোর্টের হাতে।
ফ্যালকন্সের জয়েও তাই আলোচনায় ছিলেন সাকিবের ব্যর্থতা। তার অনুজ্জ্বল পারফরম্যান্সে দল মাঝপথে চাপের মুখে পড়ে। অন্যদিকে বার্বাডোসের ইনিংসে ব্র্যান্ডন কিং একাই ঝড় তোলেন। ৯৮ রানের অপরাজিত ইনিংস সাজিয়ে তিনি রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করেছিলেন সাকিবদের জন্য।
তবে শেষ হাসি হেসেছে ফ্যালকন্সই। সাকিব ব্যর্থ হলেও আন্দ্রিস গুস দলকে উদ্ধার করেন। মার্কিন এই ব্যাটার অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।