সম্প্রতি এক ব্রাজিলীয় কোটিপতি মারা গেছেন, যিনি জীবিত অবস্থায় নিজের পুরো সম্পত্তি উইল করেছিলেন নেইমারের নামে। ফলে এখন নেইমার পেতে যাচ্ছেন প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকা!
ব্রাজিলীয় সংবাদমাধ্যম জানায়, গত ১২ জুন পোর্তো আলেগ্রের একটি অফিসে দুজন সাক্ষীর সামনে এই উইল তৈরি করা হয়েছিল। ওই ধনী ব্যক্তি ছিলেন অবিবাহিত ও নিঃসন্তান। নেইমারের প্রতি বিশেষ পছন্দ থাকায় নিজের সম্পূর্ণ অর্থ-সম্পত্তি তার নামে লিখে রেখে যান তিনি।
যদিও সব কিছু নিশ্চিত, তবুও অর্থ হাতে পেতে নেইমারকে অপেক্ষা করতে হবে। আদালতের ছাড়পত্রের পরেই তাকে প্রয়াত কোটিপতির একমাত্র উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হবে। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।
তবে আর্থিক সৌভাগ্যের এই খবরে যেমন নেইমারের ভক্তরা উচ্ছ্বসিত, তেমনি মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। ২০২৪-২৫ মৌসুমের শেষদিকে সান্তোসে যোগ দিয়েও ১৪ ম্যাচে মাত্র তিনটি গোল করতে পেরেছেন তিনি। এমনকি চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের।
অর্থের ঝলকানিতে ভরপুর থাকলেও, নেইমারের সামনে বড় চ্যালেঞ্জ এখন মাঠে নিজেকে প্রমাণ করা।