ম্যাচের ৮২তম মিনিটে গোল করেন এমবাপ্পে, যার ফলে ফ্রান্সের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ৫১। এই কীর্তির মাধ্যমে তিনি অঁরির সমান গোলের রেকর্ড গড়েন। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পে এখন দ্বিতীয়। তার উপরে রয়েছেন শুধু অলিভিয়ে জিরু, যার গোল সংখ্যা ৫৭। আর মাত্র ৭ গোল করলেই জিরুর রেকর্ডও ভেঙে দেবেন এমবাপ্পে।
এই ম্যাচে এমবাপ্পের গোলটি বানিয়ে দেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ান শুয়ামেনি। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে আসে এই গোল। এর আগে ম্যাচের শুরুতে গোল করেছিলেন মাইকেল ওলিসে।
গোলের পর এমবাপ্পে বলেন, “আমরা আরও গোল করতে পারতাম। আমি নিজেও কয়েকটি সুযোগ নষ্ট করেছি। তবে উন্নতির জায়গা রয়েছে। এটি একটি ভালো শুরু।”
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, “প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। আরও একটি গোল করতে পারতাম। দ্বিতীয়ার্ধে কিছুটা সমস্যায় পড়েছিলাম। তবে আমাদের আক্রমণাত্মক খেলার মান অনেক উঁচুতে। জয় দিয়ে এই অভিযান শুরু করতে পেরে ভালো লাগছে।
এর আগে জুন মাসে নেশনস লিগে জার্মানির বিপক্ষে ম্যাচে গোল করে এমবাপ্পে ফ্রান্সের জার্সিতে সবচেয়ে কম ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। তখন ছিল তার ৯০তম ম্যাচ। অঁরি ৫০ গোল করেছিলেন ১১৩তম ম্যাচে, আর জিরু ১১৫তম ম্যাচে। অঁরি ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচে ৫১ গোল করেছিলেন। জিরু এখনো শীর্ষে, ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে। এমবাপ্পের পরবর্তী লক্ষ্য এখন জিরুর রেকর্ড ভাঙা।