প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সাবেক তারকা মার্কো ভেরাত্তি জানিয়েছেন, লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার গল্প শুরু হয়েছিল এক অবিস্মরণীয় ডিনার থেকে। বর্তমানে কাতারের আল দুহাইল ক্লাবে খেলা এই ইতালিয়ান মিডফিল্ডার ইতালিয়ান দৈনিক ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাতকারে এই স্মৃতি তুলে ধরেন।
ভেরাত্তি বলেন, “আমরা ইবিজায় ছিলাম। নেইমার এসে বলল, আজ রাতে মেসির সঙ্গে ডিনার করব। টেবিলে ছিলাম আমি, মেসি, নেইমার, পারেদেস আর দি মারিয়া। আড্ডা জমে গিয়েছিল। মজার ছলে আমরা মেসিকে প্যারিসে আসার জন্য বোঝাচ্ছিলাম।” তিনি জানান, সেই রাতের পরদিনই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে মেসি ও বার্সেলোনার সম্পর্কের টানাপড়েনের খবর। এর কয়েক দিনের মধ্যেই সবকিছু বদলে যায়।
ভেরাত্তি আরও বলেন, “একদিন নেইমার ফোন করে বলল, ‘মার্কো, লিও আমাদের কাছে আসছে।’ অবিশ্বাস্য! সেদিনই আমরা একসঙ্গে ডিনার করেছিলাম, আর হঠাত আমরা হয়ে গেলাম সতীর্থ। সত্যিই সেটা ছিল এক জাদুকরী রাত।”