বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। প্রথম দুটি ম্যাচে দারুণ জয় তুলে নেওয়া বাংলাদেশ চাইবে শেষ ম্যাচটিও জিতে সিরিজটিকে স্মরণীয় করে রাখতে।
কুড়ি ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বরাবরই দুর্বল ছিল বাংলাদেশ। ২০১4 সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে জয়ের খরায় ভুগতে থাকা টাইগাররা গত মে মাসেও লাহোরে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে ঘরের মাঠে কন্ডিশনের পূর্ণ সুবিধা কাজে লাগিয়ে এবার সেই শোধ তোলার মোক্ষম সুযোগ এসেছে।
আজকের ম্যাচে জয় পেলে কেবল পাকিস্তানকে ধবলধোলাই করাই নয়, টি-টোয়েন্টি র্যাংকিংয়েও অগ্রগতি হবে বাংলাদেশের। পাশাপাশি টাইগারদের জন্য এটি হবে একটি ঐতিহাসিক সাফল্য।
লিটন দাস, সাকিব আল হাসান, রিশাদ হোসেনদের পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ যদি আজও জয় পায়, তাহলে এক নতুন ইতিহাসের সাক্ষী হবে মিরপুর। এখন দেখার বিষয়, পাকিস্তান লজ্জা এড়াতে পারে কিনা, নাকি ইতিহাসের পাতায় নতুন করে লেখা হবে বাংলাদেশের সাফল্যের গল্প।