সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের প্রথম তিন আসরের ফাইনালও বসেছিল ইংল্যান্ডে। চলতি সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির কার্য নির্বাহী কমিটির সভায় নতুন সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে নিশ্চিত করা হয়, ইংলিশদের ক্রিকেট বোর্ড ইসিবি ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে।
গত মাসে লর্ডসে সবশেষ চক্রের ফাইনালের পর প্রশ্ন ওঠে, এবার কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডের বাইরে হচ্ছে? ঠিক ওই সময় বেশ কিছু গণমাধ্যম জানায়, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ২০২৭ সালের শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করতে চায়। তবে ভারতের সেই আশায় গুঁড়েবালি ঢেলেছে আইসিসি।
২০২১ সালে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বসেছিল সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে। পরের দুই আসরের শিরোপা ভাগাভাগি হয় লর্ডসে। ২০২৭, ২০২৯ ও ২০৩১—এই তিন আসরের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের যেকোনো ভেন্যুতে। ইসিবি এখনও ভেন্যু নির্ধারণ করেনি।
আইসিসি জানায়, সফলভাবে টুর্নামেন্টটির ফাইনাল আয়োজন করতে পারায় ইংল্যান্ডের ওপর ভরসা রাখছে তারা। আরও তিনটি শ্রেষ্ঠত্ব নির্ধারণী লড়াই আয়োজন করতে পারায় খুশি ইসিবি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের ক্রিকেট বোর্ড।