কনসার্ট চলাকালীন স্টেডিয়ামের কিস ক্যামে ধরা পড়েন এই তারকা দম্পতি। বড় স্ক্রিনে মেসি-রোকুজ্জো জুটিকে দেখেই গ্যালারিতে শুরু হয় উচ্ছ্বাস, হর্ষধ্বনি আর করতালি। মেসি ও রোকুজ্জো লাজুক হাসি দিয়ে দর্শকদের দিকে হাত নাড়েন। সেই মুহূর্তে কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন বলেন, “আজ আমাদের শো দেখতে আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা ক্রীড়াবিদ।” এরপর পুরো স্টেডিয়াম এক কণ্ঠে চিতকার করে ওঠে, “মেসি! মেসি!”
পরে রোকুজ্জো ইনস্টাগ্রামে কনসার্টের কিছু ছবি শেয়ার করলে ভক্তদের মুগ্ধতা আর ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। তবে এক ভক্ত মজার ছলে লিখেছেন, “তাদের কয়েক সেকেন্ডের জন্য লুকিয়ে পড়া উচিত ছিল, তাহলে খুব মজা হতো।” এই মন্তব্যের পেছনে ছিল গত ১৬ জুলাই বোস্টনে কোল্ডপ্লের একটি কনসার্টের ঘটনা। সেখানে কিস ক্যামে ধরা পড়েছিলেন এক সফটওয়্যার সংস্থার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও মানবসম্পদ প্রধান ক্রিস্টিন ক্যাবট। ক্যামেরায় ধরা পড়তেই তারা হঠাত সরে যান, কারণ বায়রন বিবাহিত এবং তার স্ত্রী অন্য শহরে থাকেন।
তবে মেসি ও রোকুজ্জোর গল্প সম্পূর্ণ ভিন্ন। কিশোর বয়স থেকে তাদের প্রেমের শুরু, ২০১৭ সালে বিয়ে, এবং এখন তিন সন্তানের সুখী পরিবার। এই দম্পতিকে এক ফ্রেমে দেখে ভক্তরাও আনন্দে ভেসেছেন। কোল্ডপ্লের মঞ্চে গিটারের সুরের মাঝে স্টেডিয়ামের বড় স্ক্রিনে ধরা পড়া মেসি-রোকুজ্জোর ভালোবাসার এই হৃদয়গ্রাহী মুহূর্ত সবাইকে মুগ্ধ করেছে।