বৃহস্পতিবার চেমসফোর্ডে হ্যাম্পশায়ারের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬০ বলে অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কক্স। তার এই ইনিংসে ছিল ১১টি চার ও ১১টি ছক্কা। এই ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে এসেক্স ২২১ রানের বিশাল লক্ষ্য ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে সফলভাবে তাড়া করে জয় ছিনিয়ে নেয়।
কক্স দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে নামেন এবং মাত্র ২৩ বলে অর্ধশতক স্পর্শ করেন। সেঞ্চুরি পূর্ণ করতে তিনি খরচ করেন ৪৭ বল। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই তরুণ ব্যাটার।
এই ইনিংসের মাধ্যমে কক্স ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল ফিল সল্টের, যিনি ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করেছিলেন। তবে সব দেশের উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে কক্সের এই ইনিংস ষষ্ঠ সর্বোচ্চ। এই তালিকায় শীর্ষে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, যিনি ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান করেছিলেন।
টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে এসেক্সের হয়ে কক্সের এই ইনিংস এখন দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছেন গ্রাহাম নেপিয়ার, যিনি ২০০৮ সালে একই মাঠে সাসেক্সের বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১৫২ রান করেছিলেন।
কক্সের এই বিধ্বংসী ইনিংস কেবল এসেক্সের জয়ই নিশ্চিত করেনি, বরং টি-টোয়েন্টি ক্রিকেটে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। এই তরুণ ব্যাটারের এমন পারফরম্যান্স ভক্তদের মনে দীর্ঘদিন জায়গা করে থাকবে।