বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজ এবার আইএল টি-টোয়েন্টিতে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে দুবাই ক্যাপিটালসে যোগ দিচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির নিলামের আগেই দল পেয়েছেন এই কাটারমাস্টার। টুর্নামেন্টটি শুরু হবে ২ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি।
এটি মোস্তাফিজের বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে চতুর্থবারের অংশগ্রহণ। এর আগে তিনি লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন। আইপিএলের গত মৌসুমে মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়ে নজর কেড়েছিলেন তিনি।
মোস্তাফিজের এই নতুন সুযোগ তার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তার পারফরম্যান্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।