ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেসের কাছে জানতে চাওয়া হয়, ভাঙা পা নিয়ে পন্তের ব্যাটিং করাটাকে তিনি কীভাবে দেখছেন। জবাবে গ্রেস বলেন, ‘পন্তকে নিয়ে আমার দুর্বলতা আছে। কারণ ওর চোট। আমি মনে করি, পন্ত যেভাবে কামব্যাক করেছে, লড়াই করেছে এবং এখন যে স্তরে খেলছে, তা অসাধারণ। ও মানুষ হিসাবে খুব শক্ত। ও হচ্ছে আসল গ্যাংস্টার।’
২০২২ সালে ঋষভ পন্ত একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তার হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে গুরুতর চোট লাগে। একাধিক প্লাস্টিক সার্জারির পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও তিনি দুর্দান্তভাবে ফিরে এসে ক্রিকেট মাঠে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।
গ্রেস হেডেন, যিনি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের বন্ধু এবং ভারতীয় ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, পন্তের এই প্রত্যাবর্তনকে অসাধারণ মানসিক শক্তির প্রমাণ হিসেবে দেখছেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।