আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, এই একটি ম্যাচ খেলেই আর্জেন্টিনা পাবে ১৩০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ কোটি টাকা।
ম্যাচটি মাঠে গড়ানোর কয়েক মাস আগেই পুরো অর্থ পরিশোধের শর্ত দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কেরালা সরকারের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি গত ডিসেম্বরে এই অর্থ পরিশোধ করেছে। সম্প্রতি এএফএ এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
নিরপেক্ষ ভেন্যুতে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা বর্তমানে সবচেয়ে বেশি অর্থ দাবি করে, এবং ভারতের ক্ষেত্রেও তাই হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন, চোট না থাকলে এই ম্যাচে লিওনেল মেসি খেলবেন।
এই ম্যাচ আর্জেন্টিনার জন্য একটি ‘জ্যাকপট’ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ মোটা অঙ্কের অর্থের পাশাপাশি ভারতের ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা দলটির জন্য বাড়তি প্রেরণা যোগাবে।