অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফের একটি লেগ সাইডের বল আম্পায়ার জাহিদ বাসারাথ ওয়াইড ঘোষণা করেননি। এতে হতাশ হয়ে টিম ডেভিড দুই হাত প্রসারিত করে অসন্তোষ প্রকাশ করেন।
ধারাভাষ্যে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ড্যারেন গাঙ্গা বলেন, “এটা গ্রহণযোগ্য নয়। আম্পায়ার যদি মনে করেন বল ব্যাটসম্যানের উরুতে লেগেছে, তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা যায় না।”
ম্যাচ রেফারি রিয়ন কিং ২৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেন। ডেভিড নিজেও তার ভুল স্বীকার করেছেন। আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৮ অনুযায়ী এই অপরাধ লেভেল ১-এর আওতায় পড়ে। ফলে ডেভিডের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
তবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ৫-০ ব্যবধানে সিরিজ জিতে দলটি দেশে ফিরেছে। এবার তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ১০ আগস্ট ডারউইনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজে টিম ডেভিড দলে থাকছেন। পাশাপাশি দলে ফিরেছেন ট্রাভিস হেড ও জশ হ্যাজলউড, যারা ক্যারিবিয়ান সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন।