পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর ক্যারিয়ারের প্রতিটি ক্লাবে তিনি শতাধিক গোলের কীর্তি গড়েছেন, এবার সেই তালিকায় যুক্ত হলো সৌদি ক্লাব আল নাসর।
শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে রোনালদো আল নাসরের হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন। যদিও ম্যাচটিতে আল নাসর ৫-৩ গোলে পরাজিত হয়, তবুও রোনালদোর এই অর্জন ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।
রোনালদো এর আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের জার্সিতে শতাধিক গোলের রেকর্ড গড়েছেন। রিয়াল মাদ্রিদে ৪৫০ গোল এবং ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫ গোল করে তিনি এই দুই ক্লাবে অসামান্য অবদান রেখেছেন। জুভেন্টাসে ১৩৪ ম্যাচে ১৩৪ গোল করার পর এবার আল নাসরে ১১৩ ম্যাচে শততম গোল পূর্ণ করলেন তিনি।
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবে শতাধিক গোল করার বিরল গৌরব অর্জন করেছেন সিআরসেভেন। এছাড়াও, আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের জার্সিতে ১৩৮ গোল করে তিনি জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন।
বর্তমানে রোনালদোর মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের পথে দ্রুত এগিয়ে চলেছেন এই পর্তুগিজ কিংবদন্তি।