বুধবার জোহানেসবার্গে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্রেভিসের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৭ উইকেটে ২১৮ রানের বড় স্কোর গড়ে। ৫৬ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংসে ব্রেভিস ১২টি চার ও ৮টি ছক্কা হাঁকান। এই ইনিংসের মাধ্যমে তিনি ফাফ ডু প্লেসির ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১১৯ রানের রেকর্ড ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক হন। একই সঙ্গে ডেভিড মিলারের পর ৩৫ বলে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ডও গড়েন এই ডানহাতি ব্যাটার।
এই দুর্দান্ত ইনিংসের পর আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ব্রেভিস ৮০ ধাপ এগিয়ে ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়ে তিনি দক্ষিণ আফ্রিকার ৫৩ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসের (২২ বলে ৩১) সঙ্গে ৫৭ বলে ১২৬ রানের জুটি গড়েন ব্রেভিস, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডওয়ারশুইস (২/২৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (২/৪৪) দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায়। টিম ডেভিড ২৪ বলে ৫০ রান করলেও দলকে জয়ের পথে এগিয়ে নিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বোশ (৩/২০) ও কুয়েনা মাফাকা (৩/৫৭) তিনটি করে উইকেট নেন।
এই জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সিরিজ ১-১ সমতায় ফেরায়। এদিকে, আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতের তিলক ভার্মা এক ধাপ এগিয়ে ৮০৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। অস্ট্রেলিয়ার টিম ডেভিড টানা দুটি অর্ধশতকের পর ছয় ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।