১৫ আগস্ট অনুষ্ঠিত গ্রুপপর্বের ড্রয়ে আল নাসরকে রাখা হয়েছে গ্রুপ ডি–তে। তাদের প্রতিপক্ষ এফসি গোয়া ছাড়াও রয়েছে ইরাকের আল জওরাআ এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ভক্তদের কল্পনায় উঁকি দিয়েছে এক ঐতিহাসিক মুহূর্ত—ভারতে পা রাখতে পারেন রোনালদো!
তবে আনন্দে ভাসার আগে শর্তও আছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর চুক্তিতে অ্যাওয়ে ম্যাচ নিয়ে বিশেষ ধারা রয়েছে, যা তাকে বিদেশ সফরে ম্যাচ না খেললেও সুযোগ দেয়। ফলে গোয়ার বিপক্ষে তার মাঠে নামা এখনো নিশ্চিত নয়।
৪০ বছর বয়সী রোনালদো এখনো সৌদি প্রো লিগ জয়ের লক্ষ্য রাখছেন—২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর যা হাতছাড়া হয়ে আসছে। সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। এর আগে জুনে উয়েফা নেশনস লিগে পর্তুগালকে শিরোপা জেতান, ফাইনালে হারান স্পেনকে।
অন্যদিকে, এফসি গোয়া জায়গা করে নিয়েছে ওমানের আল সায়েবকে ২-১ গোলে হারিয়ে। গোল করেছেন দেজান দ্রাজিচ ও জাভিয়ের সিভেরিও। যদি রোনালদো ফিট থাকেন এবং ভ্রমণের অনুমতি দেন, তবে এটি হবে তার ক্যারিয়ারের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ কোনো ভারতীয় ক্লাবের বিপক্ষে।
ভারতের ফুটবল ইতিহাসে একই মৌসুমে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি—শুনতেই রোমাঞ্চকর! তবে এফসি গোয়ার বিপক্ষে রোনালদোর মাঠে নামা আসলেই ঘটবে কি না, তা জানতে অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।