২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে রোববার রাতে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের পর এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ইউলিয়ান নাগেলসমানের দল।
প্রথমার্ধে পাঁচটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েও জার্মানি তেমন সুবিধা করতে পারেনি। তবে বিরতির পর তুলনামূলকভাবে উন্নত খেলা উপহার দেয় তারা। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যাওয়ার পর ফ্লোহিয়ান ভিয়েৎসের দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।
ম্যাচের সপ্তম মিনিটে নিক ভল্টামাডার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে জার্মানিকে এগিয়ে দেন সের্গে জিনাব্রি। তবে ৩৪তম মিনিটে কর্নার থেকে ইসাক প্রাইসের ভলিতে সমতা ফেরায় নর্দান আয়ারল্যান্ড। প্রথমার্ধে দুই দলই মাত্র একটি করে শট লক্ষ্যে রাখতে পারে।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় জার্মানি। ৬৩তম ও ৬৭তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের জোড়া সেভে হতাশ হলেও ৬৯তম মিনিটে তাদের ভুলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডেভিড রাউমের লম্বা পাসে গোলরক্ষকের ভুলে ফাঁকা জালে বল পাঠান নাদিম আমিরি। এর তিন মিনিট পর বক্সের বাইরে ফ্রি-কিক থেকে মাপা শটে দেয়ালের ওপর দিয়ে বল জালে পাঠান ভিয়েৎস।
গোটা ম্যাচে ৮০ শতাংশ বল দখলে রেখে জার্মানি মোট ১১টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, নর্দান আয়ারল্যান্ডের ৩টি শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।
একই সময়ে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে স্লোভাকিয়া লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়েছে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্লোভাকিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে নর্দান আয়ারল্যান্ড দ্বিতীয় ও জার্মানি তৃতীয় স্থানে রয়েছে। দুই ম্যাচেই হেরে তলানিতে লুক্সেমবার্গ।