২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে তুরস্কের মাঠে রোববার রাতে দুর্দান্ত পারফরম্যান্সে ৬-০ গোলে জয় পেয়েছে স্পেন। মিকেল মেরিনোর চমৎকার হ্যাটট্রিক এবং পেদ্রির জোড়া গোলের সৌজন্যে তুরস্ককে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে কোচ লুইস দে লা ফুয়েন্তের দল। ফেররান তরেসও নাম লিখিয়েছেন স্কোরশিটে।
তিন দিন আগে বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেও দ্বিতীয়ার্ধে কিছুটা খেই হারানোয় হতাশ হয়েছিলেন কোচ দে লা ফুয়েন্তে। তিনি তুরস্কের বিপক্ষে আরও ভালো খেলার চ্যালেঞ্জ দিয়েছিলেন দলকে, আর পেদ্রি-ইয়ামালদের তাড়নায় বিধ্বংসী রূপ নেয় স্পেন।
ম্যাচের শুরুতে তুরস্ক আক্রমণে উঠলেও হাকান কালহানোগ্লুর শট রুখে দেন গোলরক্ষক উনাই সিমোন। এরপর থেকে স্পেন টানা আক্রমণ শুরু করে। ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে দেন পেদ্রি।
অষ্টম মিনিটে ইয়ামাল দারুণ ক্ষীপ্রতায় ডান প্রান্ত ধরে ডি-বক্সে ঢুকে দুজনকে কাটিয়ে শট নেন, তবে গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি। প্রথম ২০ মিনিটে ৭০ শতাংশ বল দখলে রেখে ছয়টি শটের পাঁচটি লক্ষ্যে রাখে স্পেন। ২২তম মিনিটে তিকি-তাকা পাসিংয়ে ডি-বক্সে চার জনের সমন্বয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে গোল করেন মেরিনো।
২৪তম মিনিটে পেদ্রির পাস থেকে ছয় গজ বক্সের কাছে সুবর্ণ সুযোগ পেয়েও উড়িয়ে মারেন ইয়ামাল। কিছুক্ষণ পর তার আরেকটি শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে নিকো উইলিয়ামস চোটে মাঠ ছাড়লেও স্পেনের গতি অটুট থাকে। যোগ করা সময়ের প্রথম মিনিটে মিকেল ওইয়ারসাবালের পাস থেকে ফাঁকায় বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেরিনো।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্পেন। অষ্টম মিনিটে তুরস্কের আক্রমণ রুখে তড়িৎ পাল্টা আক্রমণে ইয়ামালের পাস থেকে গোল করেন তরেস। ১২তম মিনিটে ইয়ামালের পাস থেকে বুদ্ধিদীপ্ত শটে ক্রসবার ঘেঁষে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। এই বিশ্বকাপ বাছাইয়ে তার গোল হলো চারটি। ৬২তম মিনিটে ওইয়ারসাবালের পাস থেকে বল পায়ে দারুণ কারিকুরিতে একজনকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে দ্বিতীয় গোল করেন পেদ্রি।
স্পেনের তিকি-তাকা ফুটবলের সঙ্গে কোচ দে লা ফুয়েন্তের যোগ করা ক্ষীপ্রতায় দলটি ছিল অপ্রতিরোধ্য। প্রথমার্ধে ৭০ শতাংশ বল দখল এবং ছয়টি শটের পাঁচটি লক্ষ্যে রাখার পর দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয় তারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। সমান ৩ পয়েন্ট নিয়ে জর্জিয়া দ্বিতীয় এবং তুরস্ক তৃতীয় স্থানে রয়েছে।