টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত, তাসকিন-সাইফের দাপট
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার এই সিদ্ধান্তের প্রতিফলন ঘটে তাসকিন আহমেদ ও সাইফ হাসানের দুর্দান্ত বোলিংয়ে। মাত্র ৩৮ রানের মধ্যে নেদারল্যান্ডসের দুই ওপেনারকে সাজঘরে ফেরান তাসকিন, দলকে দারুণ শুরু এনে দেন। এরপর স্পিনার সাইফ হাসান এক ওভারেই ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরুকে বিদায় করে দেন। তাসকিন তার তৃতীয় ও চতুর্থ ওভারে আরও দুটি উইকেট তুলে নিয়ে ডাচদের বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট করে দেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নিদামানুরু। বাংলাদেশের বোলিং আক্রমণের মুখে ২০ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় ডাচ ব্যাটিং লাইনআপ।
লিটন-সাইফের বিস্ফোরক ব্যাটিং, ৮ উইকেটের জয়
১৩৭ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার পারভেজ ইমন ৯ বলে ১৫ রান করে দলীয় ২৬ রানে ফিরলেও রানের গতি কমেনি। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও তানজিদ তামিম ৩৯ বলে ৬৬ রানের দুর্দান্ত জুটি গড়েন। দশম ওভারে তানজিদ ২৪ বলে ২৯ রান করে আউট হলেও লিটন অবিচল থাকেন। তৃতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। মাত্র ২৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিটন। অপর প্রান্তে সাইফ ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন।
তাসকিন ম্যাচসেরা, সিরিজে এগিয়ে বাংলাদেশ
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তাসকিন আহমেদ। তার আগুনে বোলিং ডাচ ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেয়। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দল এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছে।