ফকিরেরপুল ইয়ংমেন্সের পর এবার ফিফার দলবদল নিষেধাজ্ঞার কবলে পড়েছে বসুন্ধরা কিংস। ফকিরেরপুল ইতোমধ্যে এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও কিংসের জন্য এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভেলেরি তিতা এবং ফরাসি ফিটনেস ট্রেইনার খলিল চাকরৌন প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় ফিফার কাছে অভিযোগ করেছিলেন। ফিফা এই সমস্যা সমাধানের জন্য কিংসকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কিংসের ওপর খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিফার ওয়েবসাইটে গত ২৭ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। তবে অভিযোগকারী খলিল চাকরৌনকে এ বিষয়ে ফিফা কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি।
বাংলাদেশে ২০২৫-২৬ ফুটবল মৌসুমের প্রাথমিক দলবদল কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। মৌসুমের মাঝামাঝি সময়ে মধ্যবর্তী দলবদল উইন্ডো রয়েছে। ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে বসুন্ধরা কিংস এই মিড-সিজন উইন্ডোতে নতুন খেলোয়াড় নিবন্ধন বা রদবদল করতে পারবে না। তবে নিষেধাজ্ঞা থাকলেও চলতি মৌসুমে কিংসের খেলায় অংশগ্রহণে কোনো বাধা নেই। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিংসের হাতে এখনো চার থেকে পাঁচ মাস সময় রয়েছে।
ফিফার ওয়েবসাইটে বাংলাদেশের পাঁচটি নিষেধাজ্ঞার ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি নিষেধাজ্ঞা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর আরোপিত হয়েছে, যা গত ৩ থেকে ৬ জানুয়ারির মধ্যে কার্যকর হয়। উল্লেখ্য, শেখ জামাল গত মৌসুমের জন্য ফুটবলারদের সঙ্গে চুক্তি করলেও ৫ আগস্টের পর ফুটবল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।